চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নারায়ণগঞ্জে ‘কৈশোর তারুণ্যে বই’ এর বইমেলা

বইমেলা আয়োজনের প্লাটফর্ম ‘কৈশোর তারুণ্যে বই’ এর ৪৩তম বইমেলা শুরু হয়েছে নারায়ণগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে। বুধবার মেলার উদ্বোধন করেন স্কুল গভর্নিং বডির সভাপতি চন্দন শীল।

তিনি বলেন, নারায়ণগঞ্জের পরিচয় গুম ও খুনের শহর হিসেবে। কিন্তু নারায়ণগঞ্জ যে শিক্ষা ও সংস্কৃতির শহর এই পরিচয় সবাইকে জানাতে হবে। এজন্য বইমেলা ও শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বইমনস্ক হওয়া জরুরি।

কলেজ অধ্যক্ষ কমল কান্তি সাহা বলেন, অভিভাবকদের বইয়ের নিকটে নিয়ে যেতে পারলে, শিক্ষার্থীরা যে সহজেই বইমুখি হয় তার প্রমাণ নারায়ণগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ পেয়েছে।

অনুষ্ঠানে কৈশোর তারুণ্যের পক্ষে উপস্থিত ছিলেন এ কে নাসির আহমেদ, কাকলী প্রধান, সৈয়দ জাকির হোসেন এবং তুষার আবদুল্লাহ। মেলা চলবে ২৮ জুলাই পর্যন্ত।

সমাপনী দিনে ‘আমার বাংলাদেশ’ শীর্ষক মুক্তগদ্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করবেন শিশু একাডেমির পরিচালক ছড়াকার আনজির লিটন।