চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নাটোরে লিচুর বাম্পার ফলন

চলতি বছর নাটোরের গুরুদাসপুর উপজেলায় লিচুর ভালো ফলন হয়েছে। আকারে বড় আর সুস্বাদু হওয়ায় এ অঞ্চলের লিচুর খ্যাতি এখন দেশজুড়ে। লিচুকে কেন্দ্র করে ২০০১ সাল থেকে এখানে গড়ে উঠেছে বিশাল ফলের আড়ত।

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর, হামলাইকোল, বেরগঙ্গারামপুর, মামুদপুরসহ বিভিন্ন গ্রামে এবার লিচুর ভালো ফলন পাওয়া গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর তেমন ক্ষতিও হয়নি বলে জানিয়েছেন কৃষক। স্থানীয় বাজারে এক হাজার লিচু পাইকারি দর দেড় থেকে দু’হাজার টাকা।

এ অঞ্চলের লিচু গুণেমানে ভালো হওয়ায় প্রতিদিন স্থানীয় চাহিদা মিটিয়ে ট্রাকে করে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। লিচু চাষ করে জীবনমান পাল্টে গেছে এ অঞ্চলের মানুষের।

জেলায় এবার এক হাজার ৩২ হেক্টর জমিতে লিচু বাগানের কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

আরও দেখুন নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজার ভিডিও রিপোর্টে: