চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নাটোরে পাকা আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন

নাটোরে গাছ থেকে পাকা আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় আম সংগ্রহের এই সময়সীমা নির্ধারণ করা হয়।

জেলা প্রশাসক মোঃ শাহ রিয়াজের সভাপতিত্বে আয়োজিত সভায় আগামী ১৫ মে থেকে গুটি আম, ২০মে থেকে গোপালভোগ, ২৮ মে থেকে রাণী পছন্দ, খিরসাপাত, হিমসাগর, ১ জুন থেকে লকনা, ৬জুন থেকে ল্যাংড়া, ১০জুন থেকে নাক ফজলি, ২০জুন থেকে হারিভাঙ্গা আম, ৩০জুন থেকে, মল্লিকা এবং ফজলি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়।

এছাড়া ১৫জুলাই থেকে বারি আম-৪ এবং ২০ জুলাই আশ্বিনা ও এবং ২৫ আগস্ট থেকে গৌরমতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বী, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুন্নেসা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাইদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলাল হোসেনসহ বাগান মালিকরা উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময়ের আগে কেউ গাছ থেকে অপরিপক্ক আম পাড়লে বা আম সংরক্ষণে কোন কেমিক্যাল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দেন জেলা প্রশাসক।