চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নবগঠিত ইসির প্রথম সংলাপ বিকেলে

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিকেলে শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সংলাপের প্রথম দিন শিক্ষাবিদদের সংঙ্গে সংলাপের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংশ্লিষ্টদের মতামত নিয়ে একটি কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে ইসি সংলাপের আয়োজন করছে।

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ইতিমধ্যে বলেছে, ইসি নিয়ে তাদের কোনো আগ্রহ নেই।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আজকের সংলাপে অংশ নিতে কমিশন ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানিয়েছে। বেলা তিনটায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হবে। এতে নির্ধারিত কোনো আলোচ্যসূচি থাকছে না।

এর আগে দশম সংসদ নির্বাচন সামনে রেখে কাজী রকিবউদ্দীন কমিশন এবং একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে কে এম নূরুল হুদা কমিশন সংলাপ আয়োজন করেছিল।

নূরুল হুদা কমিশনের বিদায়ের পর গত ২৭ ফেব্রুয়ারি হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন শপথ নেয়।