চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ননী ও তাহেরের মৃত্যুদণ্ডাদেশ

নেত্রকোনার রাজাকার আতাউর রহমান ননী ও ওবায়দুল হক তাহেরের মানবতাবিরোধী অপরাধের বিচারে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে এই রায় ঘোষণা করেন ৩ বিচারপতির বেঞ্চ।

রায় ঘোষণাকে সামনে রেখে আজ আদালত চত্বরে নেওয়া হয় খানিকটা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আশপাশের এলাকাতেও রাখা হয় বিশেষ নজরদারি। সাড়ে দশটা নাগাদ বিচারকরা এসে শুরু করেন রায় ঘোষণা। এরই মধ্যে আদালত চত্বরে এসে পৌঁছায় দুই অভিযুক্ত।  

তাদের বিরুদ্ধে একাত্তরে নেত্রকোনার আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান হত্যা, ফুটবল খেলোয়াড় দবির হত্যা, আরেক জায়গায় ৭ জনকে অপহরণ করে জনকে হত্যা, হিন্দু পরিবারের বাড়ি দখল করে ক্যাম্প স্থাপন ও শিক্ষক বদিউজ্জামান মুক্তারসহ ৭ জনকে অপহরণ করে ৬ জনকে হত্যা এবং গণহত্যার অভিযোগ আনা হয়।

হত্যা, নির্যাতনসহ ৬ অভিযোগের মধ্যে ৫টি প্রমাণ করে রাষ্ট্রপক্ষ। ২০১৫ সালের ২ মার্চ নেত্রকোনার রাজাকার আতাউর রহমান ননী ও ওবায়দুল হক তাহেরের বিরুদ্ধে ৬টি ঘটনায় অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় ২৩ জনের সাক্ষ্যে এইসব অভিযোগ প্রমাণ করে রাষ্ট্রপক্ষ। যুক্তিতর্ক উপস্থাপন শেষে চলতি বছরের ১০ জানুয়ারি থেকে রায় ঘোষণা অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল-১।