চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নদী ভাঙ্গনে বিলীনের আশঙ্কায় সুনামগঞ্জের উপজেলা সদর

সুনামগঞ্জে সুরমা নদীর অব্যাহত ভাঙ্গনে বিলীন হতে চলেছে দোয়ারাবাজার উপজেলা সদরসহ বেশ কয়েকটি গ্রাম। নদী ভাঙনে কৃষিজমি ও বসতভিটে হারিয়ে মানবিক বিপর্যয়ের মুখে ক্ষতিগ্রস্তরা। নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।

বেশ কয়েক বছর ধরেই সুরমা নদীর ভাঙ্গনের কবলে পড়েছে দোয়ারাবাজার উপজেলা সদর। এ বছর ভাঙ্গনের তীব্রতা আরও বেড়েছে। স্থানীয়রা বলছেন, ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে অচিরেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ সরকারি স্থাপনাগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ছাতক-দোয়ারাবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে যেকোন সময়।

নদী ভাঙ্গনে উপজেলার কাঞ্চনপুর ও হরিপুর গ্রামের দুই শতাধিক ঘর-বাড়ি ইতোমধ্যে তলিয়ে গেছে। ঝুঁকির মধ্যে রয়েছে দোহালিয়া বাজার, মাজেরগাঁও, লক্ষীবাউর, বেতোরা, নইনগাঁও এবং মুরাদপুর গ্রাম। চলতি বর্ষা মৌসুমে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানোর উদ্যোগ নিলেও তা কাজে আসেনি।

উপজেলা সদর ও গ্রামগুলো রক্ষায় দ্রুত উদ্যোগ নেয়ার দাবীতে এরই মধ্যে মানববন্ধন, সমাবেশসহ নানা প্রতিবাদ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: