চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মোদিকে সরকার চালিয়ে যেতে আহ্বান রাষ্ট্রপতির

লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ের পর সাংবিধানিক নিয়ম মেনে ইস্তফা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের হাতে ইস্তফাপত্র তুলে দেন তিনি।

রাষ্ট্রপতি ইস্তফাপত্র গ্রহণ করে পরবর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত নরেন্দ্র মোদিকে কাজ চালিয়ে যেতে বলেন।

এর আগে, শুক্রবার দিল্লিতে বৈঠকে বসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৈঠকে ষোড়শ লোকসভা ভেঙে দেয়ার সুপারিশ করা হয়। পুরনো মন্ত্রিসভার মন্ত্রীরা যৌথভাবে তাদের ইস্তফাপত্র জমা দেন।

এরপর, রাষ্ট্রপতি ভবনে যান প্রধানমন্ত্রী মোদি। তিনি রাষ্ট্রপতির হাতে তার নিজের এবং বিলুপ্ত মন্ত্রিসভার সদস্যদের ইস্তফাপত্র তুলে দেন।

সাংবিধানিক নিয়ম অনুযায়ী আগামী ৩ জুনের মধ্যে সপ্তদশ লোকসভা গঠন করতে হবে। দু’-এক দিনের মধ্যে ৩ নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির কাছে নবনির্বাচিত সদস্যদের তালিকা তুলে দেবেন। তারপর, নতুন লোকসভা গঠনের কাজ শুরু হবে। ২৯ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি।