চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নতুন বছরে টাইগারদের বিশ্রামের ফুরসত নেই

বিপিএল শেষে ১০ দিনের বিশ্রাম। তারপরই শুরু হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। শুরু হবে ব্যস্ত সূচির মৌসুমও। নতুন বছরে একের পর এক সিরিজ অপেক্ষা করছে মাশরাফী-মুশফিক-সাকিবদের সামনে। ২০১৮ সালে টাইগারদের যে বিশ্রামের ফুসরতই থাকছে না! কতগুলো খেলা অপেক্ষা করছে তার কিছুটা ধারণা দিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

আকরামের দেয়া তথ্য মতে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। শুরুতে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। মাসের মাঝামাঝি সময়ে হবে ত্রিদেশীয় সিরিজ। তৃতীয় দল জিম্বাবুয়ে। শেষে মুশফিকদের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। ২-৩ দিনের মধ্যেই এই সিরিজের সূচি চূড়ান্ত হয়ে যাবে বলে জানালেন আকরাম।

ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসার কথা আফগানিস্তানের, খেলার কথা টি-টুয়েন্টি সিরিজ। আফগান বোর্ডের সঙ্গে আলোচনার পর্যায়ে রয়েছে সিরিজটি।

শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তিতে আগামী মার্চে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করবে দেশটি। স্বাগতিকদের সঙ্গে ওই সিরিজের অন্য দুই দল বাংলাদেশ ও ভারত। সিরিজটি শুরু হবে ৮ মার্চ, ফাইনাল ২০ মার্চ। প্রতিযোগিতার নাম দেয়া হয়েছে ‘নিধাস ট্রফি’।

ফুটবল বিশ্বকাপের মাস জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা চলছে বাংলাদেশের। এছাড়া আগস্ট-সেপ্টেম্বরে রয়েছে অস্ট্রেলিয়া সফর। বছরের শেষদিকে নিউজিল্যান্ড সফর। এর বাইরেও বাড়তি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা করবে বিসিবি।

বাংলাদেশ দলের ব্যস্ততা দিনে দিনে বাড়ছেই। আইসিসির প্রস্তাবিত ক্রিকেট কাঠামো কার্যকর হলে ২০১৯ সাল থেকে সেটি আরও বাড়বে। শেষ হতে চলা বছরটিও ব্যস্ততায় কেটেছে বাংলাদেশের। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর দিয়ে শুরু, ফেব্রুয়ারিতে ভারত সফর। মার্চে শ্রীলঙ্কায় খেলে আসার পর ‍জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগস্টে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের পর সেপ্টেম্বরে সাউথ আফ্রিকা সফর। ফিরেই বিপিএলে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।