চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নতুন প্রযুক্তিতে চলবে ১০ গিগাবাইট পার সেকেন্ড ইন্টারনেট

বাসাবাড়িতে ব্যবহৃত ধীরগতির ইন্টারনেট সংযোগকে আরও গতিশীল করতে নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছেন গবেষকরা। এর মাধ্যমে ইন্টারনেট সংযোগে ১০ গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত গতি পাওয়া যাবে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা এই প্রযুক্তি নিয়ে কাজ করছেন।

গবেষক দলের প্রধান সেজার এরকিলিঙ্ক জানান, ‘বর্তমানে যুক্তরাজ্যে ৩০০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট সংযোগ থাকলেও গড়ে ৩৬ এমবিপিএস পর্যন্ত গতি পাওয়া যায়। তবে ইন্টারনেটে হাই ডেফিনিশন ভিডিও এবং আইওটি’র ব্যবহার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে ২০২৫ সালের মধ্যে এর থেকে ১০০ গুন দ্রুত ইন্টারনেটের প্রয়োজন হবে।’

তিনি জানান, এই প্রযুক্তিতে দ্রুতগতির ইন্টারনেট পাওয়ার জন্য ব্যবহার করা হবে একটি রিসিভার। এই রিসিভার গ্রাহককে একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করে সবসময় একই গতিতে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করবে। আরও একটটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রিসিভারটি সস্তা এবং আকারেও বেশ ছোট।

এরই মধ্যে এই রিসিভারটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছেন গবেষকরা। তাতে কমবেশি ১০ জিবিপিএস আপলোড এবং ডাউনলোড স্পিড পাওয়া গেছে।