চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নতুন দ্রুততম মানব হাসান, মানবী শিরিন

১০০ মিটারের টানা সাতবারের দ্রুততম মানব মেজবাহ আহমেদকে পেছনে ঠেলে বাংলাদেশের নতুন দ্রুততম মানব হয়েছেন বিকেএসপির হাসান মিয়া। জাতীয় সামার অ্যাথলেটিকসে মেয়েদের ১০০ মিটারে সেরা শিরিন আক্তারই।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শুক্রবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মোহাম্মদ হাসান মিয়া ১০ দশমিক ৮০ সেকেন্ডে দৌড় শেষ করে খেতাব জিতে ফেরেন।

নবম শ্রেণিতে পড়া ১৬ বছর বয়সী অ্যাথলেট হাসান জুনিয়র অ্যাথলেটিকসের গত দুই আসরে ১০০ মিটারে সেরা হন। তবে সিনিয়রদের প্রতিযোগিতায় এই প্রথম নামলেন, তাতেই সোনার হাসিতে বাজিমাত।

সেখানে গত সাতবারের দ্রুততম মানব মেজবাহ দ্বিতীয় হয়েছেন ১০ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে।

১৪তম সামার অ্যাথলেটিকসের এই আসরে মেয়েদের বিভাগে সেরা হতে শিরিন সময় নেন ১২ দশমিক ২০ সেকেন্ড। এতে সাতবার দ্রুততম মানবী হওয়ার রেকর্ডে দখলে রাখা সুলতানা পারভীন লাভলীর পাশে বসলেন বাংলাদেশ নৌবাহিনীর এ অ্যাথলেট।