চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নজরুল জয়ন্তীতে চ্যানেল আইয়ের যতো আয়োজন

বিশেষ দিন মানেই চ্যানেল আই। নজরুল জয়ন্তীতেও হচ্ছে না ব্যতিক্রম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বুধবার (২৫ মে) দিনভর নানা অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই।

এদিন সকাল ৭টা ৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে নজরুল সংগীতশিল্পীদের অংশহগ্রহণে ‘গান দিয়ে শুরু’।

ঐক্য.কম.বিডি চ্যানেল আই ‘নজরুল মেলা’ চ্যানেল আই প্রঙ্গণ থেকে সরাসরি প্রচার হবে সকাল ১১টা ৫ মিনিটে।

দুপুর ৩টা ৫ মিনিটে রয়েছে গীতালি হাসান পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘প্রিয়া তুমি সুখী হও’।

রাত ১০ টায় প্রচার হবে ফেরদৌস আরার পরিবেশনায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় নিবেদিত নজরুল সংগীতের অনুষ্ঠান ‘চন্দ্রমল্লিকা’। কাজী নজরুল ইসলামের পাঁচটি জনপ্রিয় গান পরিবেশন করবেন ফেরদৌস আরা। যে গানগুলিতে কবি নজরুলের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। সোহেল রানা বিদ্যুত এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে।