চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নজরুলের প্রয়াণ দিনে চ্যানেল আইয়ে ‘রাক্ষুসী’

২৭ আগস্ট দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে ‘রাক্ষুসী’

কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে দিনব্যাপী অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই। তারই ধারাবাহিকতায় এদিন এই চ্যানেলে দেখানো হবে নজরুলের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘রাক্ষুসী’।

ছবিটির চিত্রনাট্য করেছেন আহমেদ জামান চৌধুরী এবং পরিচালনা করেছেন মতিন রহমান।

ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, রোজিনা, পূর্ণিমা, দিলারা জামান, লুৎফর রহমান জর্জ, রহমত আলী, ফখরুল হাসান বৈরাগী।

কাহিনীতে দেখা যাবে, একটি পশ্চিম বাংলার বীরভূমি বাগদী এলাকার রাঢ় বংশীয় নিম্ন শ্রেণীর গল্প এবং যেখানে কাহিনী গড়ে উঠেছে বঞ্চিত এক নারীর ক্ষোভের মধ্যে দিয়ে।

চ্যানেল আইয়ে বেলা ৩ টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘রাক্ষুসী’।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মহাপ্রয়াণ দিবসে (২৭ আগস্ট) এর সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে নজরুলের গান নিয়ে ‘গানে গানে সকাল শুরু’র বিশেষ পর্ব।

এছাড়া এদিন সকাল ১১টা ৫ মিনিট টেলিফোনে দর্শকদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠান ‘সরাসরি নজরুল’ প্রচারিত হবে। এ অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম।

রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নজরুল ইসলামের ছোট গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘জোনাকী জ্বলে’। গীতালি হাসানের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার।

রাত ৮টা ২৫ মিনিটে দেখানো হবে নজরুল সংগীতের বিশেষ অনুষ্ঠান ‘সোনার হিন্দোলে’। ফেরদৌস আরার পরিবেশনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছেন ইজাজ খান স্বপন।