চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ইয়াসিরের ফিফটি

হ্যাগলি ওভালে ১১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা টাইগাররা ধ্বংসস্তূপের আরও গভীরে পতিত হয় লিটন দাস ফিরলে। ২৭ রানে শুরুর ৫ উইকেট হারানো দলের ত্রাতা হন ইয়াসির আলী রাব্বি। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে প্রথম অর্ধশতক তুলেছেন ডানহাতি ব্যাটার। বাংলাদেশকে পার করিয়েছেন শতরান।

বিদায়ী বছরে অপেক্ষার পালা ফুরিয়ে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে অভিষেক হয়েছিল ইয়াসিরের। শুরুর টেস্টে প্রথম ইনিংসে ভালো করতে না পারেননি। দ্বিতীয় ইনিংসে চেনাতে শুরু করেন জাত। দুর্ভাগ্য সঙ্গী হয় তখনই। মাথায় বলের আঘাতে যেতে হয় হাসপাতালে। বাদ যান পরের টেস্ট থেকে।

ফিট হয়ে মাউন্ট মঙ্গানুই টেস্টে ফেরেন ঘরোয়ায় দুর্দান্ত ফর্মে থাকা রাব্বি। প্রথম টেস্টে একবার ব্যাটিংয়ে নেমে খেলেন ২৬ রানের ইনিংস। এবার পেরলেন মাইলফলক। ক্রাইস্টচার্চে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে খেলেছেন টাইগারদের একমাত্র পঞ্চাশ ছাড়ানো ইনিংসটি।

সোমবার পঞ্চম উইকেটে নুরুল হাসান সোহানের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন রাব্বি। সোহান ৪১ রানে সাউদির শিকার হন। একপাশ আগলে রাখেন রাব্বি। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে ফেরেন ৫৫ রানে। জেমিসনের শিকার হওয়ার আগে ইনিংস সাজান ৭ চারে। উইকেটে ছিলেন ১৬০ মিনিট।