রাজধানীর পশ্চিম ধোলাইপাড়ে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় পুকুর ভরাট করে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণের অভিযোগ উঠেছে।
শতবর্ষী এই পুকুরটি ভরাট না করে চারপাশ সংরক্ষণ এবং দৃষ্টিনন্দন স্থাপনার তৈরির দাবি জানিয়েছে এলাকাবাসী। এ নিয়ে গণস্বাক্ষর দিয়েছে এলাকাবাসী।
তবে কাউন্সিলর বলছেন, উন্নয়নের স্বার্থে এলাকায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি এই পুকুরটি ভরাট করে বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রকল্পটি ভিন্ন জায়গায় সরিয়ে নিতে অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান জানান, বিষয়টি সুরাহা করবেন সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস।
সিটি কর্পোরেশন এই জায়গাটি পরিত্যক্ত ঘোষণা করলেও বিভিন্ন জায়গায় পুকুরটি জলাশয় হিসেবেই পরিচত।








