চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ধান-নদী-খাল দিয়ে পরিচিত বরিশালের নদীগুলো মৃতপ্রায়

ধান-নদী-খাল দিয়ে পরিচিত বরিশাল। তবে, সেখানকার নদী এবং খালগুলো এখন মৃতপ্রায়। এতে পুরো পরিবেশেই নেতিবাচক প্রভাব পড়ছে। এসব নদী ও খাল রক্ষায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকতাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে জাতীয় নদী কমিশন।

সড়ক পথে বরিশালের প্রবেশমুখ গৌরনদী এবং কালকিনি সংলগ্ন পালরদী ও আড়িয়াল খাঁ নদী নেই বললেই চলে। বরিশাল অঞ্চলের এমন অনেক নদী-খাল হারিয়ে গেছে। যেগুলো টিকে আছে তাও দখল-দূষণে মরণাপন্ন।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এসব ঘুরে দেখেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। নদী-খালের এ অবস্থা দেখে হতাশ তারা।

নদী ও খাল অবৈধ দখলমুক্ত করতে জেলা প্রশাসকের নির্দেশের জন্য বসে না থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অভিযান চালানোর কথা বলেন কমিশন চেয়ারম্যান।

নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কমিশন বরিশালে প্রশাসনের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার ।

নদী-খালের এ মরণদশায় বরিশালের পরিবেশগত ইকো সিস্টেম ভেঙ্গে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।