চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ধানের দাম না পেয়ে দিশেহারা কৃষক

বিগত যে কোন সময়ে তুলনায় এবার উৎপাদন মৌসুমে বোরো ধানের দাম কম। কৃষকের হিসেবে উৎপাদন ব্যয়ের সঙ্গে বাজারমূল্যের কোন সামঞ্জস্য নেই।

উৎপাদন খরচ ৬’শ টাকার ওপরে হলেও প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ৪’শ-৫’শ টাকায়।প্রতি মণে কয়েকশ’ টাকার লোকসান গুনতে হচ্ছে। ভারত থেকে আমদানি করা চালে বাজার সয়লাব হওয়াতে ধানের দাম পড়ে গেছে বলে অভিযোগ করেছে কৃষকরা।

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুর এলাকার ধান চাষীরা বলেন, ৪’শ থেকে ৫’শ টাকায় প্রতিমণ ধান বিক্রি করতে হচ্ছে। উৎপাদন খরচই উঠছে না তাদের। এই ধানবিক্রি করে তাদের দৈনন্দিন বাজার খরচও দেয়া কঠিন হয়ে পড়েছে। তার ওপর ভারত থেকে চাল আমদানীর কারণে বাজার আরও পড়ে গেছে বলে হতাশা জানালেন কৃষকরা।

ব্যবসায়ি ও চাতাল মালিকরা জানালেন কৃষকের কাছ থেকে প্রতিমণ ধান কিনতে তাদের খরচ হচ্ছে ৪১০ থেকে সাড়ে ৫’শ টাকা। তবে বাজার মন্দার কথাও স্বীকার করেছেন তারা। ব্যবসায়ি-চাতাল মালিকরা জানালেন,বেচা-কেনা কম। এ অবস্থায় কৃষকরা ধান বিক্রি না করে দাম বাড়ার আশায় মজুদ করছে। বাজার মন্দার জন্য ব্যবসায়িরাও ভারতীয় চাল আসাকেই দায়ী করেছেন।