চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ধানমন্ডিতে এক নারী ও তার মেয়ে গৃহকর্মীকে জবাই করে হত্যা

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় এক নারী ও তার মেয়ে গৃহকর্মীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি ২৮ নম্বর রোডের ২১ নম্বর বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম আফরোজা বেগম (৬৫) এবং গৃহকর্মীর নাম দিতি (১৬)।

নিরাপত্তাকর্মী নূরুজ্জামান জানান: নিহত আফরোজা বেগমরা ওই বিল্ডিংয়ের ডি-ফোর ফ্ল্যাটে থাকতেন। গ্রামের পূর্ব পরিচিত বাচ্চু নামের একজন লোক তাদের সাথেই থাকতেন। বাচ্চু প্রায় সাড়ে তিনটার দিকে নতুন আরেক গৃহকর্মীকে নিয়ে বাসায় আসেন। এরপর সাড়ে পাঁচটার দিকে বাচ্চু বাসা থেকে নেমে আসে। এর ঠিক আধা ঘণ্টা পরেই বাসা থেকে নেমে আসে নতুন ওই গৃহকর্মী। টাকা কম হওয়ায় সে কাজ করবে না বলে চলে যায়।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার( এডিসি) এজি এম আজিমুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন: দুই ঘরের ভেতরের মেঝে থেকে দু’জনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এসময় ঘরের দু’টি আলমারি ভাঙা অবস্থায় পাওয়া যায়। তবে বিষয়টি চুরি বা ডাকাতির কারণে হয়েছে কিনা তা তদন্তের পর বলা যাবে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ চ্যানেল আই অনলাইনকে বলেন: সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। তাদের সুরতহাল রিপোর্ট করা হচ্ছে। কী কারণে এ হত্যাকাণ্ড, এ বিষয়ে বিস্তারিত এখনই বলা সম্ভব হচ্ছে না।

এ ঘটনায় এখন পর্যন্ত একজন ইলেক্ট্রেশিয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।