চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ধানওয়ারের অপরাজিত ১০০৯ রান!

ক্রিকেটের রেকর্ড পাতা উলট-পালট করে দিয়েছেন ভারতের ১৫ বছরের এক বিস্ময় বালক। যেকোনো পর্যায়ের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি ভেঙে দিয়েছেন প্রণব ধানওয়ার। অনূর্ধ্ব-১৬ ভান্ডারি ট্রফি আন্তস্কুল প্রতিযোগিতার ম্যাচে যেকোনো পর্যায়ের ক্রিকেটে সর্বোচ্চ ৬৫২ রানের ইনিংস খেলার পর ১০০৯ রানে অপরাজিত থাকেন ধানয়ার।

মুম্বাইয়ের কেসি গান্ধী ইংলিশ হাই স্কুলের দশম শ্রেণির এই ছাত্র ভেঙে দেন সব রেকর্ড। যেকোনো পর্যায়ের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসটি এতদিন ছিল ইংল্যান্ডের আর্থার কলিন্সের দখলে। ১৮৯৯ সালে ৬২৮ রান করেছিলেন আর্থার। ১৯৯৪ সালে ডারহামের হয়ে কাউন্টি ক্রিকেটে ৫০১ রানের ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সেই রেকর্ড ভেঙে ৬৫২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ধানওয়ার। তার ৩২৩ বলের ইনিংসটি ৫৯টি ছক্কা আর ১২৯টি চার সমৃদ্ধ। ২ উইকেটে ১৪৬৫ রান তোলার পর ইনিংস ঘোষণা করে তার দল।

শেষ পর্যন্ত কেসি গান্ধী ইংলিশ মিডিয়াম স্কুল জয় পায় এক ইনিংস এবং ১৩শ’৮২ রানের বিশাল ব্যবধানে।