চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নেটফ্লিক্সের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নেটফ্লিক্সের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে।

মধ্যপ্রদেশের রেওয়া থানায় মামলাটি দায়ের করেছেন বিজেপির যুব মোর্চার নেতা গৌরব তিওয়ারি। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে নেটফ্লিক্সের কনটেন্টের ভাইস প্রেসিডেন্ট মনিকা শেরগিল এবং পাবলিক পলিসির পরিচালক আম্বিকা খুরানার বিরুদ্ধে মামলা করেছেন তিনি। ‘আপত্তিকর’ দৃশ্যগুলো সরিয়ে নেটফ্লিক্স ইন্ডিয়া ও নির্মাতাদের ক্ষমা তাইতে বলেছেন গৌরব তিওয়ারি।

মীরা নায়ার পরিচালিত ওয়েব সিরিজ ‘অ্যা সুইটেবল বয়’ মুক্তির পরই একটি দৃশ্য নিয়ে বিতর্ক শুরু হয়। মন্দিরের ভেতরে কলেজ পড়ুয়া হিন্দু তরুণী ও এক মুসলিম যুবকের চুম্বনের দৃশ্য নিয়ে সমালোচনা শুরু হয়। বলা হয়ে এই সিরিজ ‘লাভ জিহাদকে’ সমর্থন করছে।

বিক্রম শেঠের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি এই সিরিজ ২৩ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। টাবু, ঈশান খট্টর, তানিয়া মানিকতলা, রসিকা দুগ্গল মতো অভিনেতাদের দেখা যাচ্ছে এই সিরিজে। বলিউড হাঙ্গামা