চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দ্বিতীয় সপ্তাহে বেড়েছে দেবী’র হল ও দর্শকদের আগ্রহ

আলোচিত ‘দেবী’ মুক্তির পর দিনকে দিন বাড়ছে দর্শকের আগ্রহ। ছবি মুক্তির শুরুতে শুধু রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে দেবীর জয়জয়কার শোনা গেলেও সময় বাড়ার সাথে সাথে রাজধানীর বাইরেও ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়।

আর তাই ১৯ অক্টোবর ২৮ সিনেমা হলে মুক্তি পাওয়া ‘দেবী’ দ্বিতীয় সপ্তাহে চলছে আরও বেশি সিনেমা হলে।

প্রথম সপ্তাহে দর্শক এই ছবিটিকে গ্রহণ করায় রাজধানীর বাইরের সিনেমা হল মালিকরাও প্রদর্শন করছেন সরকারি অনুদান ও জয়া আহসান প্রযোজিত এই ছবিটি। জেনে নিন দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের যেসব সিনেমা হলে চলছে দেবী ছবি।

টানা দ্বিতীয় সপ্তাহ যেসব হলে চলছে ‘দেবী’ 

স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), বলাকা, শ্যামলী, মধুমিতা, সনি, সৈনিক ক্লাব। ছায়াবানী (ময়মনসিংহ), বনলতা (ফরিদপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), পূর্বাশা (সান্তাহার), গ্যারিসন (কুমিল্লা), বর্ষা (জয়দেবপুর), সেনা সাভার, আলমাস (চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), নন্দিতা (সিলেট), লিবার্টি (খুলনা), মনিহার (যশোহর), শংখ (খুলনা), মডার্ন (দিনাজপুর), রূপকথা (পাবনা), সোনিয়া (বগুড়া), মম ইন (বগুড়া)

নতুন করে যেসব সিনেমা হলে চলছে ‘দেবী’ 

গ্যারিসন (দয়ারামপুর), গৌরী (শাহজাদপুর), অনামিকা (পিরোজপুর), মাধবী (মধুপুর), মমতাজ মহল (নীলফামারি), নবীন (মানিকগঞ্জ), পৃথিবী (জয়পুরহাট), রাজ (কুলিয়ারচর), শাপলা (রংপুর), তিতাস (পটুয়াখালী)।

হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের ছবিটি প্রযোজনা করেছেন জয়া আহসান। ছবিতেও অভিনয়ও করেছেন তিনি। এছাড়া ছবিতে আছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, শবনম ফারিয়া ও ইরেশ জাকের।

খোঁজ নিয়ে জানা গেছে, মুক্তি আগে ও প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও বিক্রি হচ্ছে দেবী’র অগ্রিম টিকিট। দেশে ছাড়িয়ে আগামী মাসে ছবিটি বিশ্বের কয়েকটি দেশে মুক্তির কথা রয়েছে।