চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দ্বিতীয় দফা অস্ত্রোপচার করে শিশুর পেট থেকে কাঁচিটি বের করা হলো

শিশুর পেটেই থেকে গিয়েছিলো অপারেশনের কাঁচি। অস্ত্রোপচারের সাতদিন পর দ্বিতীয় দফা সার্জারির মাধ্যমে শিশুটির পেট থেকে কাঁচিটি বের করা হয়েছে। ঘটনাটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, টিউমার অপারেশনের জন্য প্রায় দুই মাস আগে ১৮ মাস বয়সী শিশু নিহাদকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ আগস্ট অস্ত্রােপচার করে বের করে আনা হয় বড় একটি টিউমার।

কিন্তু জ্ঞান ফেরার পর শিশুটি নড়াচড়া শুরু করলে পেটে যুক্ত প্লাস্টিকের পাইপ দিয়ে রক্ত বের হতে থাকে।

হাসপাতালের চিকিৎসকরা কয়েকদিন ধরে বিভিন্নভাবে চিকিৎসা করেও কোনো কূল কিনারা করতে পারছিলেন না। পরে বোর্ড গঠন করে সিদ্ধান্ত হয় ডিজিটাল এক্স-রে করার।

কিন্তু সেখানেও সমস্যা। দেশের একমাত্র সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেই ডিজিটাল এক্স-রে মেশিন। অগত্যা শিশুর বাবা-মা ছুটেন একটি প্রাইভেট হাসপাতালে।

ধানমন্ডির ওই হাসপাতালে করা ডিজিটাল এক্স-রে থেকে জানা যায়, শিশুর পেটে রয়ে গেছে প্রথম অস্ত্রোপচারে ব্যবহার করা একটি কাঁচি।

তাৎক্ষণিকভাবে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের মাধ্যমে সোমবার বেলা দেড়টায় শিশু নিহাদের পেট থেকে কাাঁচিট বের করা হয়।

এখন বঙ্গবন্ধু হাসপাত‍ালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছে শিশু নিহাদ।