চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দ্বিতীয়বার এমবিবিএস ভর্তি পরীক্ষার্থীদের ৫ নম্বর কাটা যাবে

২০১৭- ১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর করে কাটা যাবে। চেম্বার বিচারপতির এ সংক্রান্ত স্থগিতাদেশ বহাল রেখে বুধবার আদেশ দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।

আজকের এই আদেশের ফলে দ্বিতীয়বার এমবিবিএস ভর্তি পরীক্ষার্থীদের ৫ নম্বর করে কাটা যাবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এর আগে গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত এমবিবিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কর্তনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন।

গত ১২ আগস্ট কর্তনের সিদ্ধান্ত স্থগিত করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

দ্বিতীয়বার এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাওয়া নম্বর থেকে মেধা তালিকা তৈরীর সময় ৫ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্তকে বেঅাইনী ঘোষণার নির্দেশনা চেয়ে গত ২৭ আগস্ট হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের অাইনজীবী ইউনুছ অালী অাকন্দ।