চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দেশে ফিরে ওবায়দুল কাদের যা বললেন

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বুধবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিফিং করেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন: প্রধানমন্ত্রী মায়ের মতো আমার পাশে ছিলেন সবসময়। তার কাছে আমি কৃতজ্ঞ। আর দেশবাসী আমার জন্য দোয়া করেছে, আমি তাই ফিরে এসেছি।

পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন: অসম্পূর্ণ যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো এখন শেষ করব।

এসময় সামনের দিনগুলোতে রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার আশ্বাস দেন ওবায়দুল কাদের।

এর আগে দুই মাস ১০ দিন পর বুধবার সন্ধ্যায় হযরত বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৮৫ ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এসময় ওবায়দুল কাদেরকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গত ৩ মার্চ সকালে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।

সেখানে এনজিওগ্রাম করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে। সেদিন তাকে দেখতে হাসপাতালে ছুটে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।