চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দেশে ফিরেছে স্পেশাল অলিম্পিক দল

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে স্পেশাল অলিম্পিকসে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অলিম্পিক দল। সকাল ৯টায় হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে তারা। ১৭৭ দেশের অংশগ্রহণে এবার স্পেশাল অলিম্পিক অনুষ্ঠিত হয়।

এবারের আসরে মোট ছয়টি ডিসিপ্লিনে ৫৪ জন অ্যাথলেট বাংলাদেশ থেকে গেমসে অংশ প্রতিবারের ন্যায় এবারো স্পেশাল অলিম্পিক থেকে সাফল্য বয়ে এনেছে বাংলাদেশ। এবারের আসরে সর্বমোট ৫৪ টি মেডেল জিতেছে বাংলাদেশের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে ১৮টি সোনা, ২২টি রুপা ও ১৪টি ব্রোঞ্জ।

২৫ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছিলো স্পেশাল অলিম্পিক ২০১৫।

এবারের স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ অংশ নিয়েছে ৬ টি ডিসিপ্লিনে।

বাংলাদেশের প্রতিনিধিদের পারফর্মেন্স সবচেয়ে ভালো হয়েছে অ্যাথলেটিক্সে। ৬টি সোনা, ৫টি রুপা ও ৬টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ১৭টি মেডেল অ্যাথলেটিক্স থেকে অর্জন করেছে বাংলাদেশ। অ্যাথলেটিক্সের পর বাংলাদেশ সর্বোচ্চ ৬টি সোনা জিতেছে ব্যাডমিন্টনে।