চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দেশে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পেয়েছেন ৮২ লাখ মানুষ

দেশে এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৮৬ লাখ ৭৬ হাজার ৮৯২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮২ লাখ আট হাজার ৩৭৯ জন। এর ফলে সর্বমোট দুই কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ২৭১ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

এখনও পর্যন্ত দেওয়া হয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বুধবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ৭৪ হাজার ৭৮৩ জন  এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন আট হাজার ৪৬৩ জন। এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া হয়েছে মোট এক কোটি ১২ লাখ ৭৩ হাজার ২৭৬ ডোজ।

বুধবার ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ জন। আর এ পর্যন্ত ফাইজারের টিকা দেওয়া হয়েছে মোট ৯৭ হাজার ৮০৮ ডোজ।

এ পর্যন্ত সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে মোট এক কোটি ২১ লাখ ৪৭ হাজার ৫৮৭ ডোজ। এরমধ্যে বুধবার প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ১১ হাজার ৭৩৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮১ হাজার ৭৩৪ জন।

মডার্নার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে মোট ৩৩ লাখ ৬৬ হাজার ৬০০ ডোজ। এরমধ্যে বুধবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭২ হাজার ৬৯২ জনকে।

অন্যদিকে গত ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ২২৩ জন।