চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দেশের বৃহৎ মালটা বাগান

মিষ্টি মালটার বিশাল বাগান গড়ে তুলেছেন চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা সাখাওয়াৎ হোসেন বাবুল। ৪০ বিঘা আয়তনের ওই বাগানে এবার ফলনও এসেছে প্রচুর। উদ্যোক্তা ও বিশেষজ্ঞের দাবি, এখন পর্যন্ত ওই বাগানটিই দেশের সবচেয়ে বড়।

ফল ফসলের সমৃদ্ধ ক্ষেত্র চুয়াডাঙ্গা এখনও জানান দেয় আবহমান বাংলার ভূ-প্রকৃতি আর অপরূপ সৌন্দর্য। দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গার মরাগাঁঙ যেন পটে আাঁকা ছবি। তার তীর ঘেঁষেই দেশের সবচেয়ে বড় মাল্টা বাগান।

৪০ বিঘা জায়গার ওপর চার হাজার মাল্টা গাছের পাতার ঘনত্বকে হার মানিয়েছে ফলের ঐশ্বর্য। যত পাতা, ফল যেন তারও বেশি। সুমিষ্ট মাল্টার এই বিশাল রাজ্যের রাজা সাখাওয়াৎ হোসেন বাবুল। গত বছর এই বাগান দিয়েছিল দেড়’শ মন মালটা। এবারও পাচ্ছেন আরো বেশি।

গাছ থেকে পাতাসহ সবুজ মাল্টা পাঠানো হচ্ছে বাজারে। উদ্যোক্তার আগ্রহে মানুষ পাচ্ছে সম্পূর্ণ রাসায়নিকমুক্ত দেশি ফলের স্বাদ।

বারি-১ জাতের মিষ্টি মালটার সবচেয়ে বড় বাগানে কারিগরী সহায়তা দিচ্ছে সরকারের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প।

প্রাকৃতিক ঐশ্বর্য বলছে, সেখানে গড়ে উঠতে পারে সমৃদ্ধ কৃষি পর্যটনও।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: