চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে ঢাকায় জাতীয় সম্মেলন

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সম্মেলন। সম্মেলন থেকে উঠে আসা বক্তব্যগুলো দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত হতে যাওয়া ৫ম বৈশ্বিক প্লাটফর্মে তুলে ধরা এবং দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ধরণ আরো উন্নত করতেই এই সম্মেলন।

‘কানকুন জিপিডিআরআর কমিটমেন্ট: আওয়ার অ্যাচিভমেন্ট অ্যান্ড চ্যালেঞ্জেস’ এই শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ও অধ্যাপক মাহবুবা নাসরীন সম্মেলনের শুরুতে কিছু আলোচ্য বিষয় তুলে ধরেন।

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ ও ৪ অক্টোবর অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক রিয়াজ আহমেদ।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এটিকে এনজিও, আইএনজিও এবং ব্যক্তিগত সেক্টরের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা নীতি, পরিকল্পনা ও ফ্রেমওয়ার্ক তৈরির জন্য এক বাৎসরিক মতবিনিময় সেশন হিসেবে উল্লেখ করেন। এই কনফারেন্স থেকে পাওয়া সমাধানগুলো দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সরকারের সঙ্গে মিলে বাস্তবায়ন সমন্বয় করবে।

ইউএনডিপি, কেয়ার বাংলাদেশ এবং প্র্যাকটিকাল অ্যাকশনের সহযোগিতায় হিউম্যানিটারিয়ান লিডারশিপ একাডেমির দেওয়া কারিগরি সহায়তায় দুই দিন ব্যাপী এই সম্মেলনটির আয়োজন করা হয়। সেখান থেকে আসা ঘোষণাগুলো ভবিষ্যতে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে ব্যবহৃত হবে বলে মনে করেন আয়োজকরা।

সম্মেলনে বিভিন্ন এনজিও, আইএনজিও ও ব্যক্তিগত সেক্টরের ২০০ প্রতিনিধি অংশ নেন।