চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুর্নীতি কাণ্ডে বিশ্বকাপের স্পন্সর নিয়ে শংকায় ফিফা

দুর্নীতি কেলেংকারির জেরে ফুটবল বিশ্বকাপের স্পন্সর নিয়ে শংকার কথা জানিয়েছে ফুটবলে নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই ব্যাপারে বর্তমান স্পন্সরদের নিয়ে আগস্টে একটি বৈঠকের চিন্তা করছে তারা। ফিফা’র জেনারেল সেক্রেটারী জেরম ভালক বলেছেন, বর্তমান অবস্থা নতুন কোনো চুক্তির ক্ষেত্রে সহায়ক হবে না।

সম্প্রতি দুর্নীতির ব্যাপারে অসচেতনার জন্য ফিফাকে ভৎর্সনা করে স্পন্সর প্রতিষ্ঠান ভিসা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

চলতি সপ্তাহে দুর্নীতির ব্যাপারে ফিফার শক্তিশালী ১১টি টাস্কফোর্স পরীক্ষা-নিরীক্ষা করবে। আর আগষ্টে বৈঠকে স্পন্সরের ব্যাপারে মূল আলোচনা হবে।

ফিফার অন্যতম স্পন্সর হলো ভিসা। তারা জনসম্মুখে খুব কম সময়েই কথা বলে। ফিফার অন্য স্পন্সরদের মধ্যে রয়েছে অ্যাডিডাস ও বান্ডইসেয়ার।

ফিফা’র গভর্নিংবডির দুর্নীতি তথ্য প্রকাশ হওয়ার পর ফুটবল বিশ্বে ব্যাপক শোরগোল পড়ে যায়। ১৪ কর্মকর্তার বিরুদ্ধে ১৫ কোটি ডলার ঘুষ নেওয়ার অভিযোগে ২৭ মে সুইজারল্যান্ডের একটি অভিজাত হোটেল থেকে সংস্থার ৭ জন নির্বাহীকে গ্রেফতার করে পুলিশ। পরে পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হলেও পদত্যাগ করেন ব্লাটার।