চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত আইএমএফ প্রধান

অর্থ তছরুপের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন আন্তর্জাতিক অর্থ তহবিল(আই এম এফ)‌‌’এ‌র ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিনা লাগার্ডে। গত ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয়বারের মতো আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর পদে বসেছেন তিনি।

আদালত জানিয়েছে, ফ্রান্সের অর্থমন্ত্রী থাকাকালীন তিনি বিপুল পরিমান অর্থ নয়-ছয় করেছিলেন। ২০০৭ সালে বেআইনি ভাবে প্রায় ৪০ কোটি ইউরো বাইরে দিয়েছিলেন।

লাগার্ডের সাথে অভিযোগের কেন্দ্রে ছিলেন এক সময়ে অ্যাডিডাস সংস্থার এক শীর্ষ কর্মকর্তা বার্নার্ড তাইপেইও।

দোষী সাব্যস্ত করা হলেও শেষ পর্যন্ত তাকে কোনও শাস্তি দেয়া হয়নি। তবে, রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, এই ঘটনার পরে স্বাভাবিক কারণেই আইএমএফ থেকে পদত্যাগ করতে হবে তাকে।

উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে ২০১১ সালে ডুমনিক স্ট্রসের ঘটনাটিকে। ডুমিনিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নিউইয়র্কের একটি হোটেলে এক মহিলাকে যৌন নিগ্রহ করেছিলেন। অভিযোগ ওঠার পরেই পদত্যাগ করতে হয়ছিল তাকে।