চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে মেসি-রোনালদোদের লা লিগা

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় শোকাহত বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। গভীর শোক জানিয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন বিশ্ব নেতারা। এমন মর্মান্তিক দুর্ঘটনায় বসে নেই ক্রীড়াঙ্গণও। সমবেদনা জানিয়েছে শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশ ক্রিকেট দল। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো খেলা স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’ও।

মঙ্গলবার দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস–বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। পাইলট-ক্রুসহ ৭১ জন যাত্রী ছিলেন উড়োজাহাজটিতে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা পঞ্চাশ ছুঁয়েছে। পাইলট-ক্রুসহ নিহতের ২৫ জন বাংলাদেশি।

মঙ্গলবার বাংলাদেশের একটি পতাকা পোস্ট করে শোকবার্তা জানিয়েছে লা লিগা। অফিসিয়াল ফেসবুক পাতায় পোস্ট করা পতাকার সঙ্গে লেখা হয়েছে, ‘সোমবার কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে লা লিগা।’