চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দুবাই টেস্টের পর অবসরে হাফিজ

দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট শেষে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরে যাবেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজ।

হাফিজ দুই বছরের বেশি সময় পর ২০১৮ সালে টেস্ট ক্রিকেটে নিয়মিত হতে শুরু করেন। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৬ রানের ইনিংস খেলেন। ওই ম্যাচের পর আর তার ব্যাটে রান নেই। নিউজিল্যান্ড সিরিজে চার ইনিংসে করেছেন ৩৯। যে ম্যাচ চলাকালীন অবসরের কথা জানালেন, সেই ম্যাচের প্রথম ইনিংসে শূন্য রানে সাজঘরে ফিরেছেন।

২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় এই অলরাউন্ডারের। ৫৫ টেস্টে দশটি সেঞ্চুরির পাশাপাশি হাফসেঞ্চুরি ১২টি। ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে করা ২২৪ রান তার ক্যারিয়ারসেরা।

হাফিজ জানিয়েছেন, সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেট খেলাটা আরও কিছুদিন চালিয়ে যেতে চান।

তৃতীয় টেস্টে নিউজিল্যান্ড টস জিতে আগে ব্যাট করে ২৭৪ রানে অলআউট হয়। বিলাল আসিফ একাই নেন পাঁচ উইকেট। ইয়াসির শাহ নেন তিন উইকেট।

পাকিস্তান জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারে হাফিজকে হারায়। দ্বিতীয় দিন শেষে তিন উইকেটে তাদের সংগ্রহ ১৩৯। আজহার আলীর (৬২) সঙ্গে অপরাজিত আছেন আসাদ শফিক (২৬)। নিউজিল্যান্ডের থেকে তারা এখনো ১৩৫ রানে পিছিয়ে।