চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুপুরে রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তিনদিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে রোববার দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাওয়ার কথা রয়েছে।

সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জোকো উইডোডোর।

সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।

শনিবার বিকেল সাড়ে চারটায় ঢাকা পৌঁছালে একুশ বার তোপধ্বনিতে তাকে স্বাগত জানানো হয়। তার সফর সঙ্গী হয়েছেন ফার্স্ট লেডি ইরিয়ানা উইডোডো। বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং তার সহধর্মিনী রাশিদা খানম।

ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে গার্ড অব অনার দেওয়া হয়। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির দেয়া রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেন।