চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দু’দফা সময় বদলের পর আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

চলতি বছরের এপ্রিল থেকে প্রতীক্ষার শুরু হলেও সাত মাস পর নভেম্বরে এসে অবসান হচ্ছে ময়মনসিংহবাসীর অপেক্ষার। আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রথমে গত ৫ এপ্রিল পরে ১১ অক্টোবর প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরের কথা থাকলেও শেষ পর্যন্ত তা অনিবার্য কারণে বাতিল হয়।

এই সফরে সরকার প্রধান দেশের অষ্টম বিভাগীয় শহর ময়মনসিংহ সফরকালে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পাশাপাশি, বেলা সাড়ে ৩টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

ময়মনসিংহ সফরকালে তিনি ১০৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৯৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এ লক্ষ্যে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহের স্বীকৃতির পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর। এর আগে, ২০১৩ সালের ৩ জানুয়ারি সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে এসেছিলেন।