চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুদক কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগে হাজারীবাগে আটক ২

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয়ে দুর্নীতি মামলার ভয় দেখিয়ে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে রাজধানীতে ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

শুক্রবার রাতে রাজধানীর হাজারীবাগ থেকে তাদের আটক করা হয়।

শনিবার সকালে এক ক্ষুদে বার্তার মাধ্যমে র‌্যাব তথ্যটি নিশ্চিত করে। পরে বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, আটকরা দুদকের পরিচয় দিয়ে দুর্নীতি মামলার ভয় দেখিয়ে সরকারি চাকুজীবীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আদায় করত।

তাদের আটকের সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ব্যাংকিংয়ের হিসাবসহ ২২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে বেলা ১১ টায় কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।