চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুই মন্ত্রীর পদত্যাগ দাবি

ব্রাজিল থেকে পচা গম কেনার ঘটনায় খাদ্যমন্ত্রী এবং বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে মিয়ানমার থেকে ফিরিয়ে আনতে না পারায় পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি।

সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মলেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, পচা গম আমদানি করে রাষ্ট্রীয় অর্থ লুট করছে সরকার। এর জন্য খাদ্যমন্ত্রীকে দায়ী।

তিনি বলেন, এই পচা গম আমদানির করার পেছনে নায়ক কারা তাদেরকে আইনের আওতায় আনা উচিৎ। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বলেন, বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে মিয়ানমার থেকে ফিরিয়ে না আনতে পারা সরকারের কূটনৈতিক ব্যর্থতা। এ জন্য পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

‘এ বিষয়ে বিজিপি’র সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী কি আলোচনা করেছেন বা কতদূর অগ্রগতি হয়েছে তা দেশের মানুষ জানতে চায়। তিনি যদি কূটনৈতিক হিসেবে ব্যর্থ হয়ে থাকেন তাহলে তার পদ থেকে অবিলম্বে সরে যাওয়া উচিৎ।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান বলেন, ৫ দিন ধরে আটক বিজিবি সদস্যকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার কার্যকর কোনো পদক্ষেপই নেয়নি।