চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুই বিসিএসের তারিখ নির্ধারণ

৩৮তম বিসিএস লিখিত ও ৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। মঙ্গলবার পিএসসির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ও ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে জানান: বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩ আগস্ট ৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং ৮ আগস্ট ৩৮তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হবে।

৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগের জন্য আবেদন কার্যক্রম ১০ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হয় ৩০ এপ্রিল।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এ বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন ও ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেয়া হবে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারিতে এক কথায় লিখে পরীক্ষা হবে। এতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে রেকর্ড ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছিলেন। গত বছরের ২৯ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিসিএসের আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড সৃষ্টি হয়।

পরীক্ষা অনুষ্ঠিত হবার পর দুই মাসের কম সময়ে ফল প্রকাশ করে পিএসসি। ১৬ হাজার ২৮৬ জন ৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়। তারা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।