চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দিল্লীসহ ভারতের বিভিন্ন শহরে ভূমিকম্প

দিল্লী,উত্তর প্রদেশ, কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে ৭.৯ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ১১:৪৫ মিনিটে হওয়া এই ভূমিকম্পের উৎপত্তি নেপালের পোখরাও শহরের ৮০ কিলোমিটার দূরে লামজুমে।

৩০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প ভূপৃষ্ঠের ৩১ কিলোমিটার নিচ থেকে উৎপত্তি হয়েছে। ভারতের দিল্লী,  কলকাতা, রাচিঁ, গোহাটা, পাটনা, জয়পুর , ভুপালে, চান্দিগড়, নাগপুর, ভূবনেশ্বরসহ বেশ কিছু এলাকায়  ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব এলাকার অধিবাসীদের অনেকেই ভয়ে রাস্তায় নেমে এসেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে জানান, আমরা ভারত ও নেপালে হতাহতদের উদ্ধার কাজ শুরু করে দিয়েছি।

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।