চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দিল্লির বিক্ষোভরত কৃষকদের পাশে দিলজিত দোসান্ত

মোদি সরকারের নতুন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির সঙ্গে হরিয়ানা, পাঞ্জাবসহ অন্য রাজ্যগুলোর সংযোগপথ অবরুদ্ধ করে রেখেছেন ভারতীয় কৃষকরা। শনিবার এই আন্দোলনে যোগ দিয়েছেন পাঞ্জাবের অভিনেতা-গায়ক দিলজিত দোসান্ত।

শনিবার বিকেলে দিল্লির কাছে সিঙ্ঘু সীমান্তে পৌঁছান দিলজিৎ। সেখানে কৃষকদের এই পদক্ষেপকে সম্মান জানান। কৃষকদের মাঝেই তিনি বসে পড়েছেন রাস্তার উপর।

তিনি বলেন, ‘সকল কৃষকদের জানাই সম্মান, আপনারা নতুন ইতিহাসের সূচনা করেছে। এই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশক হয়ে থাকবে। কৃষকদের এই ইস্যুটি নিয়ে আর অবহেলা করা ঠিক হবে না।’

বিক্ষোভরত কৃষকদের যাতে শীতে কষ্ট না হয় সেজন্য অভিনেতা ১ কোটি রুপি দান করেছেন শীতবস্ত্র কিনে দেয়ার জন্য।

কৃষি আইন বাতিলের দাবিতে আগামী ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। টাইমস অব ইন্ডিয়া