চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটো গাছে অজ্ঞাত রোগ

দেশে সবচেয়ে বেশী গ্রীষ্মকালীন টমেটোর আবাদ হয় দিনাজপুরে। নাবি জাতের এ টমেটো আবাদ করে এ অঞ্চলের অনেক কৃষকই লাভবান হয়েছে। জানুয়ারির শেষের দিকে কৃষক এই টমেটো আবাদ শুরু করেন। আর ক্ষেত থেকে তা তোলা শুরু হয় মার্চ মাসের শেষ দিকে। তবে এ বছর নাবি জাতের টমেটো চাষের শুরুতেই গাছে দেখা দিয়েছে অজ্ঞাত রোগ। ফলন বিপর্যয়ের আশঙ্কা করছে কৃষক।

রোগের আক্রমণে টমেটো গাছ শুকিয়ে মরে যাচ্ছে। কোনো কিটনাশকেই কাজ হচ্ছেনা বলে জানিয়েছেন কৃষক।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মোস্তফা জানান, এ বছর জেলায় সবচেয়ে বেশী টমেটো চাষ হয়েছে গাবুড়া, কাউগাঁ,পাঁচবাড়ী,জনতা মোড় ও কমলপুর এলাকায়।

এ বছর দিনাজপুরে জেলায় এক হাজার ছয়শ’ ১৩ হেক্টর জমিতে এই নাবি টমেটো চাষ হয়েছে।

বিস্তারিত দেখুন দিনাজপুরের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহীর রিপোর্টে…

https://www.youtube.com/watch?v=gu1sdnjplwU&feature=youtu.be