চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দাকোপে মৎস্য প্রসেসিং কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত খর্ণা খাল

খুলনার দাকোপে মৎস্য প্রসেসিং কারখানার লবণপানি এবং বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে খর্ণা খাল। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো ফল পায়নি এলাকাবাসী।

তবে সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে পরিবেশ অধিদপ্তর।

খুলনার দাকোপ উপজেলার এই খর্ণা খাল ৫ কিলোমিটার দীর্ঘ। মৎস্য প্রসেসিং কারখানার বর্জ্যে দূষণের শিকার এই খালের পানি। দিন দিন দূষণের মাত্রা বাড়তে থাকায় খালটি আর ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। নষ্ট হচ্ছে পরিবেশ।

এলাকাবাসীর অভিযোগ, কারখানাটি উপজেলা চেয়ারম্যানের হওয়ায় বারবার অভিযোগ করেও কোনো ফল মেলেনি।

উপজেলা চেয়ারম্যান মো: আবুল হোসেন জানান, খালের পাশের সবগুলো কারখানার পুকুরেই বর্জ্য অপসারণ লাইন রয়েছে।

পরিবেশ ও জনজীবনের ক্ষতি করে এমন সব কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন দাকোপ ইউএনও দানিয়েল বোস এবং পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শরিফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।

তবে শুধু আশ্বাস নয় দূষণ বন্ধে সত্যিকার উদ্যোগ আশা করেন স্থানীয়রা।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে: