চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দলবদলের ‘ইঁদুর দৌড়’ বন্ধ করতে চায় ফিফা

ফুটবলের দলবদলের বাজার নিয়ে ক্লাবগুলোর অভিযোগ পুরনো। টাকার খেলা ও দীর্ঘ সময়ের কারণে ক্লাব-খেলোয়াড়দের উপর অনেক সময়ই নেতিবাচক প্রভাব ফেলছে দলবদলের প্রক্রিয়াকালটা। ফুটবলের উপর থেকে এমন প্রভাব দূর করতে তাই দলবদলের বাজারের ‘ইঁদুর দৌড়’ বন্ধ করতে চায় ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানালেন এমন ভাবনার কথাই।

ফিফা কংগ্রেসে ইউরোপিয়ান ফুটবল সংস্থার (উয়েফা) প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ সভায় দলবদল সম্পর্কিত প্রক্রিয়ার বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান ইনফান্তিনো। উয়েফা কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে সাহায্যও চেয়েছেন তিনি, ‘ট্রান্সফার পদ্ধতির এই ধরন মোকাবেলা করা আমাদের সবার দায়িত্ব। এজেন্টদের জন্য কিছু ইতিবাচক সমাধান, লেনদেনের নিয়মাবলী, লেনদেনের স্থান এবং ট্রান্সফার উইন্ডোজ (বেতন) বিষয়গুলো নিয়ে যেসব কথাবার্তা বাতাসে ভাসছে; কোনোভাবেই সেগুলোর সমাধান করা হয়নি। তা নিয়ে আমাদের কিছু একটা করতে হবে।’

ক্লাব স্কোয়াডে নির্ধারিত খেলোয়াড় রাখা ও বড় লিগগুলো শুরু হওয়া আগেই দলবদলের বাজার শেষ করার কথাও বলেছেন ইনফান্তিনো। মিটিং শেষে সংবাদ মাধ্যমকে ফিফা সভাপতি বলেন, ‘আমরা নিশ্চিত যে দলবদল কোনও প্রতিযোগিতাকেই তেমন প্রভাবিত করে না। তারপরও লিগ শুরুর আগেই এটা বন্ধ করতে হবে।’

অনেক দলই খারাপ শুরুর পর আবার শক্তিশালী অবস্থায় ফেরে। তেমন একটি উদাহরণ টেনে ইনফান্তিনো বলেন, ‘আপনি যখন ম্যারাথনে দৌড়াবেন, তখন তো এমন নয় যে প্রথম ১০ কিলোমিটার দৌড়ানোর পর বাকিটা বাইক নিয়ে যাবেন।’

এসময় নেইমার ও এমবাপেকে কেনার ক্ষেত্রে পিএসজির অর্থ খরচ নিয়েও কথা বলেন ফিফা সভাপতি।