চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘দণ্ড পেলেও দুই মন্ত্রীর শপথভঙ্গ হয়নি’

দণ্ডপ্রাপ্ত দুই মন্ত্রীর মন্ত্রিসভায় যোগ দেওয়া নিয়ে নানা আলোচনা বিশ্লেষণ থাকলেও তাদের দণ্ডপ্রাপ্তির বিষয়টি তাদের মন্ত্রী হিসেবে শপথ ভঙ্গ করেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, দণ্ডপ্রাপ্তির বিষয়টি তাদের দল আওয়ামী লীগ ভালভাবে নেয়নি। 

মন্ত্রিসভার বৈঠক শেষে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও খাদ্যমন্ত্রী আদালত অবমাননার দায়ে দণ্ডপ্রাপ্ত হলেও তাদের শপথ ভঙ্গ হয়নি।  তারা পদত্যাগ করবেন কিনা, সে সিদ্ধান্ত একান্তই তাদের নিজেদের।  মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

ওই বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুই মন্ত্রীর আচরণ ও দণ্ড পাওয়ার বিষয়টি আওয়ামী লীগ দলীয়ভাবে ভালোভাবে নেয়নি।

আদালত অবমাননার দায়ে গতকাল রোববার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক দোষী সাব্যস্ত হন। দেশের সর্বোচ্চ আদালত তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। সাত দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে এক সপ্তাহ করে কারাভোগ করতে হবে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট সদস্যের বেঞ্চ গতকাল সকালে এই আদেশ দেন। সাজা হওয়ার পর মন্ত্রীরা মন্ত্রিসভায় থাকতে পারেন কি না, তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।