চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দখলদারদের এক ইঞ্চি জমিও ছাড় দেয়া হবে না: আনিসুল হক

দখলদাররা যত শক্তিশালীই হোক তাদেরকে এক ইঞ্চি জমিও ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। একইসঙ্গে নিরাপত্তা বোল্ডার সরিয়ে ফুটপাত ছেড়ে দিতে ঢাকায় আটটি দূতাবাসকেও চিঠি দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গুলশান আবাসিক এলাকা পরিচ্ছন্ন করতে নেয়া গুলশান সোসাইটির উদ্যোগের উদ্বোধনী আয়োজনের প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনিসুল হক এসব কথা বলেন।

তিনি  বলেন: নিরাপত্তার জন্য পাঁচ হাজারের বেশি সিসি ক্যামেরা, যানজট নিরসনে ২১টি ইউলুপ লাগানোর পাশাপাশি সকল অবৈধ দোকানপাট হঠানো হবে।

এসময় গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতনের সড়ক, ড্রেন ও ফুটপাত উন্নয়নের জন্য প্রায় ২শ কোটি টাকার বরাদ্দ হয়েছে বলে বক্তারা জানিয়েছেন।

অনুষ্ঠানে গুলশান পরিচ্ছন্ন রাখতে দায়িত্ব নেয়ায় পৃষ্ঠপোষকদের মধ্যে সনদপত্র  প্রদান করা হয়।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

https://youtu.be/HeIllGf7g28