চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দক্ষিণী অভিনেত্রী চিত্রা মারা গেছেন

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী চিত্রা মারা গেছেন। তার পুরো নাম নল্লেন্নাই চিত্রা হলেও তিনি শুধু চিত্রা নামেই সুপরিচিত ছিলেন। শনিবার (২১ আগস্ট) সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তামিল, মালয়ালাম ও কন্নড় ভাষার ১০০ ও বেশি সিনেমায় কাজ করেছেন প্রয়াত চিত্রা। মৃত্যুকালে তিনি স্বামী বিজয়রাঘবন ও কন্যা মহালক্ষ্মীকে রেখে গেছেন। চিত্রা চেন্নাইয়ের সালিগ্রামে সপরিবারে বাস করতেন এবং সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

চিত্রার মৃত্যুতে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল হ্যান্ডেলেও তাঁর আত্মার শান্তি কামনা করে পোস্ট দিয়েছেন তার সহ-অভিনেতারা।

৮০-র দশকে তার অভিনীত কিছু জনপ্রিয় সিনেমা হল পাঁচগানি, আভাল আপাদিতান, অটো রাজা, ক্রোধাম, চিন্না পুভ মেল্লা পেসু, ওরু ভাদাক্কান বীরাগাথা, অমরাম, একালব্যায়ন সহ আরও অনেক সিনেমা রয়েছে। এছাড়াও তিনি ফিল্ম ক্যারিয়ারে অভিনয় করেছেন মেগাস্টার মোহনলাল ও প্রেম নাজিরসহ অনেক তারকার সঙ্গে।