চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

থাইল্যান্ড থেকে ৯১ জন বাংলাদেশী উদ্ধার

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে শংখলা প্রদেশের একটি জঙ্গল থেকে ১’শ১৭ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৯১ জনই বাংলাদেশের।

শনিবার তাদেরকে মালয়েশিয়া সংলগ্ন সীমান্তের শংখ্লা প্রদেশ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদ করছে কর্তৃপক্ষ। তাদেরকে পাচারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রাখা হয়েছিলো বলে প্রাথমিকভাবে জানিয়েছে।

শংখলা প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন ১’শ ১৭ জনের মধ্যে ২৬ জন মিয়ানমারের রোহিংগা, বাকি সবাই বাংলাদেশের। তারা সত্যিই পাচার চক্রের শিকার, নাকি নিজেরাই অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করেছে তা নিশ্চিত করতে তদন্ত চলছে। তদন্ত শেষ করতে তদন্তকারীদের ১০ দিন সময় বেধে দিয়েছে থাই সরকার।