চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৫ বছর সামরিক শাসনের পরে থাইল্যান্ডে জাতীয় নির্বাচন

৫ বছর সামরিক শাসনের অধীনে থাকার পর থাইল্যান্ডে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

নতুন সরকার নির্বাচনে প্রায় ৫ কোটি ভোটার রোববার ভোট দিচ্ছেন। কয়েক বছর ধরেই থাইল্যান্ডে রাজনৈতিক অঙ্গণে অস্থিতিশীলতা চলছে। ২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক সরকার ক্ষমতায় আসে। তখন থেকেই সেনা এবং নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকদের মধ্যে বিরোধ চরমে পৌঁছে।

ক্ষমতা গ্রহণের পর সেনা সরকার গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিলেও বার বার ভোট পিছিয়ে দেয়া হয়। অবশেষে কাঙ্খিত নির্বাচনে ভোট দিচ্ছেন থাইল্যান্ডের ভোটাররা।

ফলাফল যাই হোক না কেন প্রভাবশালী সেনাবাহিনী আবারো ক্ষমতায় আসার চেষ্টা করছে বলে মনে করছেন সমালোচকরা।