চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

থাইল্যান্ডে গণকবরের ঘটনায় ৪ ব্যক্তি আটক

থাইল্যান্ডে গণকবরের সন্ধান পাওয়ার পর এরসঙ্গে জড়িত সন্দেহে ৩ জন থাই ও মায়ানমার ১ নাগরিককে গ্রেফতার করেছে থাইল্যান্ডের পুলিশ।

গত সপ্তাহে মালোশিয়ান বর্ডারের কাছে একটি পরিত্যাক্ত জঙ্গলে আবিষ্কৃত ওই গণকবরে প্রায় ২৬টি মৃতদেহ পাওয়া যায়।

রাস্তাটি সচারচর রোহিঙ্গা মুসলিমরা মায়ানমারে অবৈধভাবে যাওয়ার জন্য ব্যবহার করে থাকেন। কর্তৃপক্ষ ধারণা ওই অস্থায়ী ক্যাম্পে মানব পাচারকারীরা জিম্মিদের আটকে রেখে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো।

পুলিশ জানান, সংগহালা প্রদেশের যেখানে ক্যাম্পটির সন্ধান পাওয়া গেছে সেখান থেকে থাই নাগরিকসহ ১ জন স্থানীয় কাউন্সিল সদস্যকে গ্রেফতার করা হয়।

উপ-পুলিশ কমান্ডার আনুচন চামার্ট বলেন, এই মামলার প্রধান আসামী মূলত মায়ানমারের নাগরিকের আনোয়ার। সেই মুক্তিপণ আদায় করতো।

পুলিশ আরো জানায়, তাদের সন্দেহের তালিকায় আরো ৪ জন রয়েছে। যারা মানব পাচারের সঙ্গে জড়িত। পুলিশ ধারণা করছেন, ক্যাম্পে যাদের পাওয়া গেছে তাদের অধিকাংশই কোনো না কোনো অসুখে বা না খেয়ে মারা গেছেন।

ক্যাম্প থেকে ১ ব্যক্তিকে জীবিত উদ্ধারের পর গণকবরের সন্ধান পাওয়া যায়।