চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ খেলতে রোববার আসছে জিম্বাবুয়ে

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলতে রোববার ঢাকায় আসছে জিম্বাবুয়ে। দুপুর একটায় গ্রায়েম ক্রেমারের দলের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষেধাজ্ঞার কারণে জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। দুই দেশের বোর্ডের আন্তরিকতায় কেটে গেছে সব অনিশ্চয়তা।

আগামী ১৩ সেপ্টেম্বর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। আসরের অপর দল আফগানিস্তান। যারা চট্টগ্রামে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে লড়ছে।

ত্রিদেশীয় সিরিজে নামার আগে ১১ সেপ্টেম্বর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। সফরকারীদের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ। তারা- ব্রেন্ডন মাভুতা, রায়ান মারে এবং ব্লেসিং মুজুরাবানি।

ক্রেমারের দলে আছেন হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, ক্রিস্টোফার এমপুফু, কাইল জার্ভিসের মতো অভিজ্ঞ ক্রিকেটার। টি-টুয়েন্টি সিরিজের জন্য শিগগিরই ঘোষণা করা হবে বাংলাদেশ দল।

ত্রিদেশীয় সিরিজের সূচি
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-জিম্বাবুয়ে (মিরপুর)
১৪ সেপ্টেম্বর: আফগানিস্তান-জিম্বাবুয়ে (মিরপুর)
১৫ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান (মিরপুর)
১৮ সেপ্টেম্বর: বাংলাদেশ-জিম্বাবুয়ে (চট্টগ্রাম)
২০ সেপ্টেম্বর: জিম্বাবুয়ে-আফগানিস্তান (চট্টগ্রাম)
২১ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান (চট্টগ্রাম)
২৪ সেপ্টেম্বর: ফাইনাল (মিরপুর)