চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তৈরি পোশাক খাতের নারীদের নিয়ে ইউএসএআইডি’র নতুন প্রকল্প

তৈরি পোশাক খাতে কাজ করছে এমন নারীদের নিয়ে কাজ করতে নতুন প্রকল্প হাতে নিয়েছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)।

বৃহস্পতিবার ইউএসএআইডি উইমেন থ্রাইভ ইন বাংলাদেশ নামে  এ প্রকল্পটি গ্রহণ করে সংস্থাটি।

যুক্তরাষ্ট্র সরকারের সহায়তায় আগামী ৫ বছরের জন্য এই প্রকল্পটি বাস্তবায়ন করবে কেয়ার বাংলাদেশ। প্রকল্পের অধিনে তৈরি পোশাক খাতে কর্মরত ১ লাখেরও বেশি নারীদের নিয়ে কাজ করবে সংস্থাটি। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ ডলার।

ইউএসএআইডি-এর এই থ্রাইভ প্রকল্পের মাধ্যমে নারীদের তাদের কর্মক্ষেত্রে নিজেদের অধিকার নিয়ে সচেতন করা হবে। এছাড়াও করোনা পরবর্তী প্রভাবগুলো কাটিয়ে উঠতে তাদের সহায়তা করার জন্য ‘অ্যাডভোকেসি’ এবং ‘আলোচনার দক্ষতা’কে গুরুত্ব দেওয়া হবে প্রকল্পটিতে।

প্রকল্প শুরু ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: ইউএসএআইডি-এর মিশন ডিরেক্টর ক্যাথরিন ডি. স্টিভেনস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহসান-ই-এলাহি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী এবং বৈশ্বিক ফ্যাশন কোম্পানি পিভিএইচ’র প্রতিনিধিরা।