চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘তৈরি পোশাক কারখানার নিরাপত্তায় যথেষ্ট অগ্রগতি হয়েছে’

বাংলাদেশে তৈরি পোশাক কারখানার ভবন, আগুন ও বিদ্যুৎ নিরাপত্তায় যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে মনে করে শ্রমিক সংগঠনগুলোর আন্তর্জাতিক জোট ইন্ডাস্ট্রিয়ল গ্লোবাল ইউনিয়ন।

এই জোটের সাধারণ সম্পাদক জানিয়েছেন, রপ্তানি পোশাকের আমদানি মূল্য বাড়াতে বায়ারদের নিয়ে পণ্য মূল্য কাঠামো তৈরির চেষ্টা করছেন তারা।

বিশ্বে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা শ্রমিক সংগঠনগুলোর আন্তর্জাতিক এই জোটের সাধারণ সম্পাদক ভল্টার সানজুস মে দিবসে বাংলাদেশ সরকারের আয়োজনে অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন।

বাংলাদেশে তৈরি পোশাক কারখানার নিরাপত্তা, শ্রমিকদের মজুরি এবং ট্রেড ইউনিয়ন নিয়ে চ্যানেল আইয়ের সঙ্গে কথা বলেন তিনি।

কম দামে কিনে অনেক বেশি দামে বিক্রি করলেও বায়াররা পোশাকের দাম না বাড়ানোয় শ্রমিকদের আরো সুবিধা দেয়া যাচ্ছে না উদ্যোক্তাদের এমন বক্তব্যের সাথে একমত এ আন্তজার্তিক শ্রমিক নেতা। তাই বায়ারদের নিয়ে নতুন মূল্য কাঠামোর কথাও জানান ভল্টার সানজুস।

ভল্টার জানিয়েছেন, শ্রমিকদের অধিকার দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: